Search Engine Optimization (SEO) শেখার পর যেসব বিষয় জানা আপনার জন্য বেশি জরুরি

Search Engine Optimization (SEO) শেখার পর যেসব বিষয় জানা আপনার জন্য বেশি জরুরি


Search Engine Optimization (SEO) শেখার পর যেসব বিষয় জানা আপনার জন্য বেশি জরুরি:


১. ডোমেন এবং হোস্টিং সম্পর্কে ধারনা রাখা।

২. নতুন করে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কি করে বানাতে হয় সে সম্পরকে ধারনা রাখা।

৩. থিম ইনিস্টল করতে পারা।

৪. হোস্টিং পরিবর্তন করতে পারা এবং সাইট বেকাপ করে জানা।

৪. প্লাগিন সেটাপ করতে হয় কি করে সে সম্পর্কে ধারনা রাখতে পারা। যেমন: Yoast, Renmk Meth এর ব্যবহার করতে পারা। তা ছাড়া আরো অন্যান্য প্লাগিন সেটআপ করতে পারা।


SEO Professionals দের জন্য যে বিষয় গুলি জানা খুবি জরুরি:

১. কিওয়ার্ড রিসার্চ করতে পারা।

2. অনপেইজ ইস্ট্রেটিজি সম্পর্কে ভালো আইডিয়া রাখতে পারা।

৩. ওয়েবসাইট ওডিট সম্পর্কে সম্পর্ণ জ্ঞান অর্জন করা।

৪. কম্পিটিটরদের এনালাইসিস করতে পারা।

5. কনটেন্ট ফরম্যটিং করতে পারা।

6. কনটেন্ট রাইটিং করতে পারলে ভাল।

৫. Link building ইস্ট্রেটিজি সম্পর্কে ভালো করে ধারনা রাখা।

7. SEO Algorithm Updates এর সাথে নিজেকে আপডেট করা।

8. Google Link Building Update সম্পর্কে ধারনা রাখা।

তাহলে আপনি একটা ক্লাইন্টের সাথে লং টার্ম কাজ করতে পারবেন, বিষয়গুলো একটা আরেকটার সাথে জড়িত আছে। তাছাড়া কোনো client এ চায় না আলাদা আলাদা বিষয়ের জন্য নতুন ফ্রিল্যান্সার হায়ার করতে।


এটা আমার ব্যক্তিগত কাজের অবিজ্ঞতা এবং আমার পরামর্শ সবার জন্য 👋 


ধন্যবাদ

জাহিদ হাসান (SEO Consultant)

Websiwww.mdjahidhasan.com

Email: info@mdjahidhasan.com

Phone: +8801821207679

#searchengineoptimization #building #email #google #seo #Onpageoptimization #offpageoptimization #technicalseo #seostrategy #linkbuilding #socialmediamarketingte   

No comments

Powered by Blogger.